
জে এইচ সোহাগ, কাউনিয়া প্রতিনিধিঃ
অনলাইন প্রেসক্লাব কাউনিয়া, রংপুর -এর দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) রাত ৮টায় উপজেলার তকিপল বাজারে মাসুদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, সহকারী শিক্ষক জান্নাতুল নাঈম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, সদস্য সজিব উদ্দিন, জাকির ইসলাম মিন, আসলাম হোসেন, আবদুল্লাহ আল মামুন আনন্দ প্রমুখ।
সভায় আগামী ১৪ জুন বুধবার অনলাইন প্রেসক্লাব কাউনিয়ার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সর্বসম্মতিক্রমে সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অপরাধে অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদের পদ-পদবী স্থগিত করে তাকে কারণ দর্শানোর পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।