স্টাফ রিপোর্টার মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় ১৭ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ জরিনা বেগম( ৪৫)কে আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনীগাগলা বানিয়াটারী গ্রামের মাদক সম্রাজ্ঞী জরিনা বেগমকে ১৭ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপর এক অভিযানে একই দিনে ভুরুঙ্গামারী থানা পুলিশ জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ৬৩ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply