কুড়িগ্রাম প্রতিনিধি,মোঃ শাহজাহান খন্দকারঃ- জেলা পুলিশ তথ্য সুত্রেঃ পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্দ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হেরোইনসেবীর ০৬ মাসের সাজা প্রদান
প্রেক্ষিত পরিকল্পনা, বদ্বীপ পরিকল্পনা সহ রাষ্ট্রের অব্যাহত অগ্রযাত্রার অভিষ্ঠ লক্ষ্য অর্জনে টেকসই নিরাপত্তা ও শান্তির জন্য অহর্নিশ দিবারাত্র কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সম্মানিত নাগরিকদের জানমাল, আইনী প্রতিকার, অপরাধ দমন ও নিবারন সহ বহুমাত্রিক কাজে নানাবিধ উপায়ে আইনের আলোকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
একজন সম্মানিত নাগরিকের গোপন তথ্যের ভিত্তিতে অব্যাহত অভিযানের ধারাবহিকতায়
ভূরুঙ্গামারী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ অভিযানে ভূরুঙ্গামারী শহরের পাইলট স্কুলের পাশে আবু সাঈদ মোঃ রাসেলের বাড়ি হতে হাতে- নাতে হেরোইন সেবনের সময় ০.১৯ গ্রাম হেরোইন সহ ভূরুঙ্গামারী থানা এলাকার মোঃ ইকবাল জাহেদী মিজু, পাইকেরছড়ার আবু সাইদ মোহাম্মদ রাসেল, আঙ্গারীয়ার মোঃ সাবেরুল আলম ও কটতিপাড়ার মোঃ লুৎফর হিরা দের মোবাইল কোর্টের মাধ্যমে ০৬ মাসের সাজা প্রদান করে। মাদকসেবীদের বিরুদ্ধে এরকম যৌথ অভিযান চলমান থাকবে।
এভাবেই কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
Leave a Reply