কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ার ঠাকুরদাস জামতলা বাজারের সন্নিকটে বুধবার সন্ধায় একটি চার্জার অটো চুরি যাওয়ার খবর পাওয়া গেছে।
চার্জার অটোর মালিক ঠাকুরদাশ গ্রামের আব্দুল মতিনের পুত্র মোঃ ফারুক হোসেন ঠাকুরদাস জামতলা বাজারে ওয়াক্তিয়া মসজিদের সামনে চার্জার অটোটি রেখে মাগরিবের নামাজ পড়তে প্রবেশ করেন। নামাজ শেষে মসজিদ খেকে বের হয়ে দেখেন তার চার্জার অটোটি চোরেরা চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজা খুঁজি করেও চুরি যাওয়া চার্জার টি আর উদ্ধার হয়নি।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন অটো চুরি যাওয়ার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply