ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরে চৌরাস্তা প্রাণকেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে দুপুরে যানজট সরানোকে কেন্দ্র করে মোটর শ্রমিক ও ভ্যান শ্রমিকের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার +১৯ তারিখ) সন্ধ্যায় মোটর শ্রমিক ও ভ্যান শ্রমিকের লোকজনের মাঝে দফায় দফায় সংঘর্ষ চলে। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়ে বালিয়াডাঙ্গী হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, শামসুল (৬০), মোতালেব (৩২) মুক্তারুল(২৮), আকবর(২৪), মজনু (৩২), আব্দুর রাজ্জাক (৩৮)।
এ ঘটনা বালিয়াডাঙ্গী উপজেলা শহরে উত্তেজনা বিরাজ করলে দোকানপাট মুহুর্তেও মধ্যে বন্ধ হয়ে যায়। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানান, মটর শ্রমিক ইউনিয়নের সদস্য শামসুল এসএসসি পরীক্ষার সময় যানজট সরাতে গেলে প্রতিপক্ষরা তাকে বেধমভাবে মারপিট করে।
বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, লোকজন আমাকে ফোনে সংবাদ দিলে আমি ঘটনাস্থলে ছুটে যায়। দু’পক্ষকে শান্ত করি এবং আজ মঙ্গলবার (২০ তারিখ) শালিস বৈঠকে বসার আশ্বাস দেওয়া হয়। আশা করছি বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
Leave a Reply