মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর দে,এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দেওয়ার জন্য রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন পরাজিত প্রার্থী মাহবুব উল্লাহ শিকদার।
সোমবার বেলা ২.০০ ঘটিকায় ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত অভিভাবক শ্রেণির সদস্য পদে তার প্যানেল জয়লাভ করলেও শিক্ষক প্রতিনিধিদের ভোটে তিনি হেরে যান। তার অভিযোগ শিক্ষকরা প্রথমে তাকে সমর্থন দিয়েছিল এবং প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি তাকে মৌখিকভাবে জানিয়েছিলেন। পরবর্তীতে বহিরাগত সন্ত্রাসীদের চাপে পড়ে শিক্ষকরা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তা দেখে তাকে নির্বাচনে পরাজিত ঘোষণা করা হয় বলে অভিযোগ করেন তিনি। গোপনে শিক্ষকদের ভোট নেওয়ার কথা থাকলেও প্রকাশ্যে তাদের কাছ থেকে মতামত নেওয়া হয় যা আইন বিরোধী।
Leave a Reply