নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী ডোমার উপজেলা সদরের, নিউমার্কেট এলাকায় অবস্থিত ফ্যান্সি ডেন্টাল হোম ।এখানে দীর্ঘ ১৭ বছর ধরে সেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান ।দিনে দিনে লোকোমুখে ছড়িয়ে যায় এই প্রতিষ্ঠানের নাম কিন্তু কিছু অসাধু ডেন্টিস প্রতিষ্ঠান এ বিষয়টি মেনে নিতে পারে না। তাই ডেন্টিস মোহাম্মদ ওমর ফারুক এর বিরুদ্ধে বিভিন্ন সময় নানা ধরনের গুজপ রটিয়ে ডেন্টিস মোহাম্মদ ওমর ফারুককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে । এ বিষয়ে ডেন্টিস মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে কথা বললে, তিনি জানান আমি দীর্ঘ সতেরো বছর যাবত মুখ ও দাঁতের চিকিৎসা দিয়ে আসতেছি। এখানে বিনা ব্যথায় দাঁত তোলা, বাঁধানো, ফিলিং ,রুট ক্যানেল, দাঁত ক্যাপ, ব্রীজ, নড়া দাঁত শক্ত করণ সহ দাঁতের সকল চিকিৎসা দিয়ে আসছে এই প্রতিষ্ঠান। এবং বিভিন্ন সময় মেডিকেল ডেন্টাল সার্জন ডাক্তার দ্বারা পরিচালিত হয় এই প্রতিষ্ঠান। তিনি আরো বলেন আমাদের এখানকার কোন পেশেন্ট এই অভিযোগ করলে আমি মনে করতাম যে আমি অপারক, কিন্তু এখানে কিছু কুচুক্রি মহল আমার নামে গুজব রটিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই কুচু ক্রিমহলের সঙ্গে কারা কারা জড়িত আছে। এদিকে সংবাদ কর্মী রা বিভিন্ন পেশেন্ট এর কাছে তথ্য নিয়ে দেখেছেন ,ওই প্রতিষ্ঠানের সেবার গুণগতমান অনেক ভালো এবং উন্নত। প্রতিষ্ঠানটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
Leave a Reply