রংপুরের পীরগঞ্জে দি সিটি এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বাজার মোড় সংলগ্ন তাহেরা এন্ড কাশেম মার্কেটে, পীরগঞ্জ আউটলেট শাখার প্রোপ্রাইটর মোঃ সাগর মিয়ার সভাপতিত্বে ও রবিউল হাসান রিয়ন এর সঞ্চালনায় দি সিটি এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, প্রধান আলোচক দি সিটি ব্যাংক লিমিটেড এর হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন মহিবুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামিম, সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, মোঃ মনিবুর রহমান কাজল
রিজিওনাল হেড – এক্ট.এজেন্ট ব্যাংকিং ডিভিশন, রংপুর রিজিওন, দি সিটি ব্যাংক লিমিটেড। মধ্যে সাংবাদিক সেবু মোস্তাফিজ, দৈনিক আলোর সংবাদ ডট কম এর সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, পৌর কাউন্সিল সাইফুল আজাদ মন্ডল, সিটি ব্যাংক লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মনিবুর রহমান কাজল,বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংক কর্মকর্তারা বলেন, এ আউটলেট থেকে গ্রাহকগন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা ও পরিচালনা সহ এফডি আর, ডিপিএস, লোন, সহজ শর্তে মোটর-সাইকেল লোন, ব্যবসায়ীদের এস.এম.ই লোন।
Leave a Reply