মুন্সীগঞ্জে ৩মাস ৫দিনের কারাদন্ড প্রদান করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাজা ও গাজা বিক্রির ৩২০০টাকা জব্দ করে মাদকবিরোধী টাস্কফোর্স।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সীগঞ্জের পরিদর্শক মো: সাইফুল ইসলাম ভূঁঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজাসহ দুইজনকে আটক করা হয়। লৌহজং উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আউয়াল এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে এই সাজা প্রদান করা হয়। অভিযুক্তরা হলো মোঃ শেখ রাসেল (৪৫) পিং শেখ আলাউদ্দিন, মোঃ হ্নদয় (২৬) পিং আবুল মল্লিক। অপরদিকে লৌহজং থানাধীন খেতেরপাড়া এলাকা থেকে ১ কেজি গাজা ও নগদ ৩২০০ টাকাসহ মো: ফিরোজ শেখ (৩৬) পিতা মৃত সেকান্দার শেখকে গ্রেফতার করে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply