ওসমান গনি,স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে শ্রীনগরের ২৫জন বিএনপির নেতাকর্মীর জামিন মুন্সীগঞ্জ জেলা ও দায়রা আদালত মঞ্জুর করেছেন।আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে শ্রীনগরের ২৫জন বিএনপির নেতাকর্মী জামিনের জন্য আত্ন সর্মপন করেন।সেই সময় মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমজাদ হোসেন শ্রীনগরের ২৫জন বিএনপির নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন।এখানে জামিন মামলায় বিএনপির পক্ষে প্রধান কৌশলী ছিলেন,মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা।
যারা জামিনে মুক্তি পেয়েছেন তারা হচ্ছেন,শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক মোড়ল,শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম হাফিজ, শ্রীনগর উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদিন মৃধা,বাঘরা ইউনিয়ন বিএনপির সভাপতি মানিক মিয়া,হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ,ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক মিলন,বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা,হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বজলু মিয়া,পাঠাভোগ ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি ও সদস্য সচিব ইমদাদুল হক রজিনসহ অন্যান্যরা।শ্রীনগরের ২৫জন বিএনপির নেতাকর্মীরা ৩১ আগস্ট হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। সেই ধারাবাহিকতায় তারা আজ মঙ্গলবার ১১ অক্টোবর মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আত্ন সর্মপন করেন।উল্লেখ্য,২৬ আগস্ট শ্রীনগর উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগরে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে।সেই মিছিলে শ্রীনগরের ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।পরে শ্রীনগরের ছাত্রলীগ পাল্টা বিএনপির বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
Leave a Reply