খেলাসংযোগঃ আজ ১লা মে বাংলাদেশের এক সময়ের স্টাইলিশ ওপেনার শাহরিয়ার নাফিসকে জন্মদিন।
শাহরিয়ার নাফিস নামে সঙ্গে মিশে আছে বাংলার ক্রিকেটের আবেক, অতিতের ভালোবাসা।
সময়টা১ ২০০৫ সালের ২১ জুন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজন করে ত্রিদেশীয় সিরিজ। সে সিরিজে ইংল্যান্ডের মাঠে ইংল্যান্ডেরই বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় শাহরিয়ার নাফিসের। ওই আরের দলের ছিল টিম অষ্ট্রেলিয়া। সে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৫ রান করে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ সেরার পুরস্কার পান তিনি। সে ম্যাচ দিয়ে আলোচনা আসেন নাফিস। একই বছর ১২ সেপ্টেম্বর সু্যোগ পেয়েছিল টেস্ট ক্রিকেট খেলার।
পরের বছর ২০০৬ ছিল নাফিসের জন্য সপ্নের বছর ও গৌরবোজ্জ্বল বছর। কারণ ওই বছরে আইসিসির বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছিল নাফিস ও বিসিবির সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, সে সাথে ২০০৬ সালের বিসিবির সেরা ব্যাটসম্যানও নির্বাচিত হয় তিনি, এবং একই সাথে নির্বাচিত হোন গ্রামীন ফোন ও পত্রিকা প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্ব।
২০০৬ সালে নাফীস প্রথম বাংলাদেশি হিসেবে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার গৌরব অর্জন করেন।
বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়কও কিন্তু শাহারিয়ার নাফিস। সব মিলিয়ে ছোট আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রাপ্তি কম ছিল না নাফিসের। কিন্তু হঠাৎ করেই ছিটকে গেলেন, এরপর আর সে ভাবে ফেরা হলো না জাতীয় দলে। হয়তো সে সময় জাতীয় দলের হয়ে খেলে যেতে পারলে আজ সাকিব, তামিমদের সাথে উচ্চারিত হতো শাহরিয়ার নাফিসের নামও।
খবর সম্পর্কে মন্তব্য করুন