কাউনিয়া(রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় নিভৃত পল্লীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোফাজ্জল হোসেন মোকা (৫৫) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার(২০জানুয়ারী) রাতে চরঢুসমারা চর এলাকা থেকে গ্রেফতার করে কাউনিয়া থানা পুলিশ। ধর্ষক উপজেলার বালাপাড়া ইউনিয়নের চরঢুসমারা চর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানান, শুক্রবার বিকেলে সাত বছরের বয়সী শিশুটি কে তার প্রতিবেশী চাচা ফাঁকা চড়ে ধর্ষণ করেন, এমতাবস্থায় এলাকাবাসী ধর্ষক মোফাজ্জল হোসেন মোকা কে আটক করে পুলিশ কে খবর দেয়, খবর পেয়ে পুলিশ ধর্ষক কে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় শিশুটি মা বাদী হয়ে রাতেই মামলা করেন।
কাউনিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান শিশুটিকে চিকিৎসার জন্য শুক্রবার রাতে রংপুরে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শনিবার আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply