স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এক বিশেষ অভিযানে ১৩ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারি মোঃ আরিফকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
রবিবার (৪ নভেম্বর) জেলা পুলিশ সূত্রে জানানো হয়, কুড়িগ্রামের সদর থানাধীন পাওয়ার হাউজ মেথর পট্টি এলাকার মোঃ আরিফকে কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, “কুড়িগ্রাম জেলার কুখ্যাত মাদক কারবারি আরিফের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় বিভিন্ন সময়ে দয়েরকৃত মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সেই সূত্র ধরে পূর্বের মাদক মামলার ওয়ারেন্ট মূলে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারি আরিফকে গ্রেফতার করতে সক্ষম হয় কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply