২২ হাজার ৬০০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক কারবারি রকিবকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ কুড়িগ্রামের রৌমারী থানা পুলিশ কর্তৃক অদ্য ৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৩:৪০ ঘটিকার সময় রৌমারী থানাধীন রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট এলাকা থেকে রৌমারী ইউনিয়নের চর নতুনবন্দর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রকিব হাসান রফিক(৩৪) এর বসতবাড়ির কক্ষের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২,৬০০ পিস ইয়াবা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply