আবির হোসেন সজল, লালমনিরহাট:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সঙ্গবদ্ধ অপরাধী, অপহরণকারী, ধর্ষণকারী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় (বৃহস্পতিবার ২ মার্চ) সিপিএসসি, র্যাব-১৩, রংপুর একটি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, লালমনিরহাট হতে ঢাকাগামী একটি ট্রাকে কতিপয় মাদক ব্যবসায়ী ট্রাকের ভিতর অবৈধ মাদক গাঁজা বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ট্রাকটি সনাক্ত করা হলে, সিপিএসসি, র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল লালমনিহাট সদর থানাধীন শামুটারি তিস্তা রেলগেটস্থ দোকানের সামনে পাকা রাস্তায় উপর চেকপোস্ট স্থাপন করে। চেকপোষ্টে আগত মাদক বহনকারীর ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ কেজি ৫০০ গ্রাম গাজাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন (৩৬), সাং- উত্তর সাতটানা মো: আদম (২০),সাং- দারখাতা, উভয় থানা- লালমনিরহাট সদর, জেলা- লালমনিরহাটদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র্যাবের কার্য্ক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র্যাব-১৩, রংপুর কর্তৃক লালমনিহাট সদর থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করা হয়েছে।
উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply