স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
গত ০৫ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ২০.৫৫ ঘটিকার সময় ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন চান্দের বাজার এলাকা হতে ফুলবাড়ীর উত্তর বিদ্যাবাগিশ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ নাজমুল হক(২০) কে ৯০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ।
ফুলবাড়ী থানা পুলিশের অপর আরো একটি সফল অভিযানে একই দিনে
আনুমানিক ২৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন রোশন শিমুলবাড়ী এলাকা হতে ফুলবাড়ীর সাকোয়া গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম(২০) কে ০৬ কেজি গাঁজা, একটি ব্যাটারি চালিত অটোগাড়ি এবং একটি মোবাইল ফোন সহ গ্রেফতার করে ফুলবাড়ী থানার আরো একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
Leave a Reply