
মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে আজ (৫ মে) আদিতমারী থানাধীন ০৪ নং সারপুকুর ইউনিয়নের টিপার বাজার নামক স্থান হতে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদিসহ মন্তেশ্বর বর্মন(২৭), পিতা মৃত কান্তেশ্বর বর্মন, মোঃ ফজলুল রহমান(৩০), পিতা মৃত কমেজ উদ্দিন,উভয় সাং টিপার বাজার, থানা আদিতমারী, জেলা- লালমনিরহাট দ্বয়কে গ্রেফতার করা হয়।
আটককৃত জুয়াড়াদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ্দ করলে জনাব রওজাতুল জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উপরোক্ত জুয়াড়িদেরকে প্রত্যেককে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ১০০ টাকা করে জরিমানা করেন।গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকারী অফিসার এসআই কমল কিশোর ঘোষ, এসআই হামিদুল ইসলাম, এসআই মতিউর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।