মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ২৪ মে ২০২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ৭নং পলাশী ইউনিয়নের দেওডোবা গ্রামে আসামী ১। মোঃ নাজিম উদ্দীন , পিতা- মৃত এসমাইল , সাং- দক্ষিণ বত্রিশ হাজারী (ভাদাই), ২। মোঃ আবুল কালাম, পিতা – সৈয়দ আলী, ৩। বাদল চন্দ্র, পিতা- তারনী কান্ত, ৪। মোঃ বাবুল, পিতা- আজিজার রহমান, সর্ব সাং- দেওডোবা, পলাশী, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদের জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদি(তাস) সহ আটক করা হয়। আটককৃত জুয়ারিদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব জিআর সারোয়ার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, আদিতমারী, লালমনিরহাট জুয়ারিদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত জুয়ারিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককারী অফিসার-অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক, এসআই/মিজানুর রহমান, এএসআই/ আইয়ুবব আলীসহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।
খবর সম্পর্কে মন্তব্য করুন