
মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ১৯ জুন ২০২৩ খ্রিঃ আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী দোলাপাড়ায় মাদক সেবনরত অবস্থায় মাদক (গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩ (তিন) জন মাদক সেবীকে আটক করা হয়। আটককৃত মাদক সেবীরা হলেন ১। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মৃত আঃ হামিদ, সাং- বড় কমলাবাড়ী (দোলাপাড়া), ২। মোঃ হাসান আলী(২০), পিতা- মৃত আবুল কাশেম, সাং- বড় কমলাবাড়ী (শংকরটারী), ৩ মোঃ হামিদুল ইসলাম, পিতা- আঃ কাদের, সাং- ছোট কমলাবাড়ী, সকলের থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। উক্ত মাদক সেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদক সেবীদের প্রত্যেককে ০২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা দণ্ড প্রদান করেন। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককারী অফিসার এসআই/ কমল কিশোর, এসআই/হামিদুল ইসলাম, এএসআই/রেজোয়ানুল হক, এএসআই/ তপন কুমার রায় সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।