মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার:
আজ (০৫ মে, শনিবার) লালমনিরহাট জেলার আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করা কালে ৭নং পলাশী ইউপির দেওডোবা মৌজাস্থ দেওডোবা সরকারী প্রাথমিক বিদ্যালয় (বসুনিয়া স্কুল) সংলগ্ন উত্তর পাশে তিন রাস্তার মোড় হতে ধৃত আসামী ১। মোঃ আদম আলী (২১), পিতা- মোঃ ফয়জার আলী, সাং- বিভার (মিলন বাজার), থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট এর হেফাজত হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বহনে একটি অটো বাইক উদ্ধার করা হয়। সেই সময় আসামী ২। মোঃ শফিকুল ইসলাম (২৫), পিতা- মোঃ বছের আলী, সাং- খারুভাজ, ৩। মোঃ বিপুল মিয়া (২৪), পিতা- মোঃ ইসমাইল হোসেন, সাং- সবদল, উভয় থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাটদ্বয় পালিয়ে যায়।
পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০৯, তাং-০৫/০৫/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(খ)/৩৮/৪১ রুজু করা হয়।
উদ্ধারকারী অফিসার এসআই/মিজানুর রহমান, এএসআই/সিরাজুল ইসলাম ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।