মো আব্দুল্লাহ আল আনন্দ, ক্রিড়া প্রতিনিধি
চট্টগ্রামে ওয়ানডে সিরিজে এমনটাই হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দুই ম্যাচে উল্টোটা হয়েছে। প্রথমবার বাংলাদেশের বিপক্ষে টানা দুই ওয়ানডে জিতে আফগানিস্তান সিরিজ জিতে নেয়।
আজ সেই হারের চরম জবাব দিয়েছে বাংলাদেশ। পরে ব্যাট করে আফগানিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের ৭ উইকেটে জয় পেযেছে বাংলাদেশ।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে পরে ব্যাট করে বাংলাদেশের বড় জয় ছিল ৪ উইকেটের। গত বছর চট্টগ্রামেই সেই জয় পায় বাংলাদেশ।
আগে ব্যাট করে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। এটি বাংলাদেশের বিপক্ষে তাদের ওয়ানডেতে সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৬ সালে মিরপুরে ১৩৮ রানে গুটিয়ে যাওয়াটাই ছিল বাংলাদেশের বিপক্ষে আফগানদের সর্বনিম্ন।
৭ উইকেটের এ জয়ে বাংলাদেশ আইসিসি র্যাঙ্কিংয়ে ৭ নম্বর জায়গাটা ধরে রাখতে সক্ষম হয়েছে। হারলেই ৮ নম্বরে নেমে যেতো বাংলাদেশ, সাতে উঠতো আফগানরা।
আফগানিস্তান আজ হারলেও এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে। এই জয়ে তারা শ্রীলঙ্কাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে উঠে এসেছে।