মোঃ শামীম ইসলাম, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তিন তলার ছাদ থেকে পড়ে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, শাহরিয়ার ২০১৭-১৮ সেশনের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত ও হবিবুর রহমান হলের ৩৫৪ নাম্বার কক্ষের আবাসিক শিক্ষার্থী। শাহরিয়ারের গ্রামের বাড়ী দিনাজপুরের বিরল উপজেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাত ৮টার দিকে শহীদ হবিবুর রহমান হলের তিন তলায় ফোনে কথা বলছিল। সে সময় সানবাঁধানো টিউবওয়েলের পাশে পরে গিয়ে অজ্ঞান হয়ে যায়। মাথা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। আশংকাজনক অবস্থায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে রামেকে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা প্রফেসর তারেক নূর বলেন, ছেলেটার অবস্থা আশংকাজনক ছিলো। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে আমরা রামেকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর সম্পর্কে মন্তব্য করুন