
ক্রীড়া সংযোগ: আয়ারল্যান্ডের বিপক্ষে আজকের ২য় ওডিআই ম্যাচটি জিতলেই আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে ভারতকে টপকে ৩য় স্থানে উন্নিত হবে বাংলাদেশ।
বাংলাদেশের বর্তমান পয়েন্ট ১৩৫ এবং ভারতের ১৩৯। এক ম্যাচ জিতলে মিলে ১০ পয়েন্ট আর আজ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ১৪৫। নিয়ম অনুযায়ী ম্যচ পরিত্যক্ত হলে পাবে ৫ পয়েন্ট। এমনকি যদি ম্যাচটি পরিত্যাক্তও হয় তবুও অর্ধেক ৫পয়েন্ট পেয়ে ১৪০ পয়েন্ট নিয়ে ভারতকে টপকে যাবে বাংলাদেশ। যদি না জিততে পারে বাংলাদেশ তবুও বাংলাদেশের অবস্থানের ক্ষতি হবেনা। কারণ ৫ এ থাকা পাকিস্তানের পয়েন্ট ১৩০।
আর যদি বাকি থাকা ২টি ম্যাচই জিততে পারে বাংলাদেশ তবে ১৫৫ পয়েন্ট নিয়ে টেবিল এর ২ এ থাকা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ছুঁয়ে ফেলবে বাংলাদেশ।