
ক্রিড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী দুই আসরের জন্য রংপুর রাইডার্সের হয়ে নাম লিখিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আসন্ন (২০২৪) বিপিএল মৌসুমের জন্য রংপুর তারকা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।এর আগেও রংপুরে বিপিএলে যাত্রা শুরু সবসময় খেলেছিলেন দলটির হয়ে।২০১৫ সালে রংপুর রাইডার্স বিপিএলে তাদের যাত্রা শুরু করে। প্রথমবারেই তারা দলে নিয়েছিলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। কিন্তু সে-বছর উজ্জ্বল ছিলেন না সাকিব। ১১ ম্যাচে বল হাতে ১৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১৩৮ রান।
সর্বশেষ বিপিএলে সাকিব খেলেছেন ফরসুন বরিশালের হয়ে। তবে আগামী আসর ২০২৪ তাকে দেখা যাবে তার পুরনো দল রংপুর রাইডাসের হয়ে খেলতে। এ আসরে তাকে যে নতুন দলে দেখা যাবে সেটি ধরনা ছিল সবার। অবশ্য এবার সেটির নাম চূড়ান্তভাবে প্রকাশ পেল।
সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি।