ক্রিয়া রিপোর্টারঃ ইংল্যান্ডকে হারিয়ে আবারও অঘটনের জন্ম দিল আয়ারল্যান্ড
মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল আয়ারল্যান্ড। ১১ ওভারে ১০০ রানের কোটা পূরন করে দলটি।
যদিও শেষদিকে খেই হারিয়ে ১৯.২ ওভারে ১৫৭ রানে অলআউট হয় দলটি। দলে পহ্মে সবচ্চো রদন করেন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ৪৭ বলে ৬২ তার ইনিংস ছিল ৫টি চার ও ২টি ছক্কা।
এছাড়া লোরকার টাকার ২৭ বলে ৩৪, কার্টিস ক্যামফার ১১ বলে ১৮ ও গেরাথ ডিলানি ১০ বলে ১২ রানে ভর কড়ে মাঝারি সংগ্রহ করে আরডিসরা।
মাঝারি
জয়ের লক্ষ্যে তারা করতে নেমে ভালো শুরু পায়নি ইংল্যান্ড। শূন্য রানে প্রথম দলটি ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর ডেভিড মালান সাবধানী ব্যাটিংয়ে একপ্রান্ত আগলে রাখেন। ৩৭ বলে ৩৫ রান করে তিনি বিদায় নেন। হ্যারি ব্রুকও ছিলেন মন্থর মেজাজে। ২১ বল খেলে করেন ১৮ রান।জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি ইংল্যান্ড। শূন্য রানে প্রথম উইকেট হারানো দলটি ২৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর ডেভিড মালান সাবধানী ব্যাটিংয়ে একপ্রান্ত আগলে রাখেন। ৩৭ বলে ৩৫ রান করে তিনি বিদায় নেন। মন্থর মআইরিশ বোলারদের ওপর চড়াও হন মঈন আলী। ১২ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৪ রান করে ছিলেন অপরাজিত। ১৪.৩ ওভার খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান ছিল ইংল্যান্ডের পুঁজি। এমন মুহূর্তে বৃষ্টি নামলে ম্যাচ অফিসিয়ালরা ডিএল মেথডের পদ্ধতিতে আইরিশরা ৫ রানের জয়ী ঘোষণা করা হয়।
খবর সম্পর্কে মন্তব্য করুন