জুনাঈদ আহমদ রাসেল প্রতিনিধি সুনামগঞ্জ
জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মুফতি মউসুফ আহমদ আজ সকালে সিলেট উসমানী বিমানবন্দরে অবতরণ করলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা, মহানগর ও সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জীর সভাপতিত্বে তাৎক্ষণিক এক সংবর্ধনার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা সহসভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, কেন্দ্রীয়নেতা ও সিলেট মহানগর সহসভাপতি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা হাফিজ ফখরুজ্জামান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা রায়হান আহমদ,
সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আরশাদ নোমান, কেন্দ্রীয় নেতা মাওলানা লুৎফুর রহমান, মাওলানা সালিক আহমদ, জনাব সজীব আহমদ, হাফিজ এমদাদুর রহমান চৌধুরী, ছাত্রনেতা এবাদুর রহমানসহ সিলেট ও সুনামগঞ্জের বিপুল সংখ্যক নেতাকর্মী।
খবর সম্পর্কে মন্তব্য করুন