ইঞ্জিনিয়ার্স ফোরাম অব গাইবান্ধার উদ্যোগে মিটআপ ও ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।গতকাল মঙলবার সকালে অনুষ্ঠানে গাইবান্ধা জেলার ইঞ্জিনিয়ারগন অংশগ্রহণ করেন।
ঘাঘট পাড় সেন্টারে অনুষ্ঠিত এই মিটআপের প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক ইঞ্জি. আবিদ হাসান।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জি. আহসান মিঠু ইঞ্জি ও সাদেকুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য দেন ফোরামের সদস্য সচিব ইঞ্জি. মু. আমজাদ হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা জেলা প্রেস ক্লাব ভাইস প্রেসিডেন্ট,গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,গাইবান্ধা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, গাইবান্ধা সদর থানার ওসি প্রমুখ।
মিটআপে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. জাহাঙ্গীর আলম ও ইঞ্জি. মিশু পারভেজ,মাসুদ রানা সহ গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ফোরামের সদস্যবৃন্দ।
খবর সম্পর্কে মন্তব্য করুন