মোঃ রয়িসুল সরকার রোমন,স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় উপ-নির্বাচনের ফল ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, যে কয়টা কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে তার ওপর ভিত্তি করে ফল ঘোষণা করা হোক।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার পর প্রেস বিফ্রিং এ সিইসি কাজী হাবিবুল আউয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দফায় দফায় ভোটকেন্দ্র স্থগিত করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু দাবি করেন, দেড়শ টাকা হলেই নৌকা মার্কা সম্বলিত টি-শার্ট পড়তে পারেন যে কেউ। তিনি বলেন, যদি কেউ নৌকা মার্কায় প্রতীকপ্রার্থী গেঞ্জি পরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটায় তার দায় কি আওয়ামী লীগ প্রার্থী নেবেন।
এদিন সাত ইউনিয়ন থেকে নেতাকর্মী এসে বিক্ষোভ মিছিল করছে। কেন হঠাৎ তদন্ত না করে নির্বাচন বন্ধ করে দেওয়া হলো তার কারণ জানতে চান নেতাকর্মীরা। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম সেলিম পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা।
খবর সম্পর্কে মন্তব্য করুন