উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামে উলিপুর উপজেলায় হিন্দু সাম্প্রদায়িক ধর্মাবলম্বীদের স্বারদীয় দুর্গাপূজা অনুষ্ঠান এর নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও আনসার ভিডিপি বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উলিপুর উপজেলায় মন্ডবের সংখ্যা ১১১ টি।
সাধারণ পূজামন্ডব -৫৪ টি।
গুরুত্বপূর্ণ পূজামন্ডব -৩৭টি।
অধিক গুরুত্বপূর্ণ পুজামন্ডব -২০টি।
এসব স্বারদীয় দুর্গাপূজা মন্ডব গুলোর সার্বিক নিরাপত্তা দায়িত্ব্যে আসনার ও ভিডিপি সদস্য রয়েছেন ৫৯৮জন।
মহিলা আনসার সদস্য ২২২জন।
পুরুষ আনসার সদস্য ৩৭৬জন।
বাংলাদেশ পুলিশ সদস্য ৪০০জন।
এছাড়াও সার্বক্ষানিক টহল ডিউটিতে রয়েছে মোবাইল টীম।
উক্ত প্যারেড ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কুড়িগ্রাম।
মোঃ ইবনুল হক। কুড়িগ্রাম জেলা কমান্ডার।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা।
মোঃ সোলেমান হোসেন উলিপুর উপজেলা আনসার ভি ডি পি কর্মকর্তা।
মোঃশরীফুল ইসলাম। উলিপুর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক।মোঃ জাহাঙ্গীর আলম সরদার অধ্যক্ষ উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ।এবং কর্তব্যরত বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনী।
খবর সম্পর্কে মন্তব্য করুন