মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। সোমবার (৮ মে) সকালে সাইট সেভার্সের সহযোগিতায় ও মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজেন রামকৃষ্ণ আশ্রম চত্বরে এ চক্ষু সেবা দেয়া হয়।
তথ্য সুত্রে জানাযায়, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের আয়োজেন ও সাইট সের্ভাসের সহযোগিতায় উপজেলার ধামেশ্রনী ইউনিয়নে রামকৃষ্ণ আশ্রম চত্বরে চক্ষু রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। এ সময় ১১৫ জন রোগীকে সেবা দেয়া হয়। এরমধ্যে ১৬ জনের ছানি অপারেশন ও ৯৯জন চক্ষু রোগীকে ফ্রি ওষুধ ও কালো চমশা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, চক্ষু ডাক্তার কাজল, সাইট সেভার্স প্রতিনিধি অরবিন্দু রায়, পুহেলিকা রায়, নাজমুল হোসেন, প্রদীপ রায়, রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক সুদীপ্ত দেব ধ্রুব ও দপ্তর সম্পাদক চন্দন কুমার সরকার প্রমুখ।
খবর সম্পর্কে মন্তব্য করুন