মোঃ শাহজাহান খন্দকার,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নে রেজিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে উলিপুর থানা পুলিশ। তিনি ইউনিয়নের যমুনা মাসানকুড়া ফকির পাড়া গ্রামের নুর জামালের স্ত্রী। ৩১-০৫-২০২৩ ইং রোজ বুধবার সকালে ওই গৃহবধূর বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসীর তথ্য সুত্রে জানাযায় , রেজিয়া বেগমসহ নুর জামাল মিয়ার দুই স্ত্রী একই বাড়িতে বসবাস করে আসছেন। প্রায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। গতকাল মঙ্গলবার রাতে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ হয়। সকালে রেজিয়া বেগমের লাশ ঘরের বাহিরে পড়ে থাকে। স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উলিপুর থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।