মোঃশাহজাহান খন্দকার, উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সারা দেশের নেয় অদ্য ০৪-১০-২০২২ ইং রোজ মঙ্গলবার জাতীয় কন্যা শিশু দিবস কর্মসুচি পালিত হয়।
“সময়ের অঙ্গিকার
কন্যা শিশুর অধিকার
এই স্লোগান কে সামনে রেখে
দিবসটি যথাযোগ্য ভাবে পালিত হয়।
আয়োজনে উলিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় উলিপুর কুড়িগ্রাম।
এসময় উপস্থিত ছিলেন,মোছাঃরীপা সরদার মহিলা ভাইস চেয়ারম্যান।উলিপুর উপজেলা পরিষদ। মোছাঃ সখিনা খাতুন। মহিলা বিষয়ক কর্মকর্তা উলিপুর উপজেলা শাখা। মোছাঃ সুলতানা বেগম তথ্যসেবা কর্মকর্তা, উলিপুর উপজেলা। মোঃআখতার জাহান প্রধান শিক্ষক, জুম্মাহাট বালিকা উচ্চ বিদ্যালয়। মোঃমোখলেছুর রহমান। চেয়ারম্যান,গুনাইগাছ ইউনিয়ন পরিষদ উলিপুর কুড়িগ্রাম।
খবর সম্পর্কে মন্তব্য করুন