মোঃশাহজাহান খন্দকার,কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা গুনাইগাছ ইউনিয়ন নাগরাকূরা টি বাঁধ নামক দর্শনীয় স্থান থেকে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ কুখ্যাত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। বিভিন্ন সময়ে সংগঠিত অপরাধে জড়িত নাগরিকদের আইনের আওতায় আনার লক্ষ্যে সার্বক্ষনিকভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসন।
অব্যহত অভিযানের ধারাবাহিকতায় উলিপুর থানা পুলিশ প্রশাসন কর্তৃক ২৬ অক্টোবর ২০২২ তারিখ রাত্রী আনুমানিক ২০.০০ ঘটিকার সময় উলিপুর থানার একটি চৌকস টিম উলিপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উলিপুর উপজলাধীন গুনাইগাছ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নাগড়াকুড়া টি বাঁধের উপর হতে কুখ্যাত মাদক কারবারি ফুলবাড়ীর অনন্তপুর গ্রামের মোঃ এজাজুল হক (৩৯) ও একই গ্রামের মোঃ হেলাল উদ্দিন (২২) দ্বয়ের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনের কাজে ব্যবহার করা একটি হিরো হাঙ্ক মোটরসাইকেল উদ্ধার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
খবর সম্পর্কে মন্তব্য করুন