কুড়িগ্রাম প্রতিনিধি,মোঃ শাহজাহান খন্দকার
অদ্য ০২-১০-২০২২ ইং রোজ রবিবার সকাল দশঘটিকায় কুড়িগ্রামের উলিপুর পৌর শহরে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাউন্ডেশনের বরাদ্দ দুই কোটি টাকা অর্থায়নে উলিপুর পৌর শহরে মোট ১৫০টি সৌর সড়ক বাতি স্থাপন প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন, জনাব অধ্যাপক এম এ মতিন স্যার মাননীয় সংসদ সদস্য ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর। সদস্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এসময় উপস্থিত
আলহাজ্ব মোঃ মামুন সরকার মিঠু , মেয়র উলিপুর পৌরসভা।
মোছাঃ এনা বেগম ৪,৫,৬ সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর। এবং
উলিপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারি বৃন্দ। প্রকল্প টি হস্তান্তর করেন ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার প্লাস মিরপুর ঢাকা ।
খবর সম্পর্কে মন্তব্য করুন