
ক্রিড়া সংযোগঃ
বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখলো আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের,
আজ সকাল ও বিকালে দুই ধাপে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা । সকাল ১১টার প্রথম ও দ্বিতীয় বহর বাংলাদেশে এসে পৌঁছায় আজ বিকেলে।
খানিকটা ফুরফুরে মেজাজে ছিল তারা…..
আফগানরা মূল অনুশীলন শুরু করবে (১২ জুন)। (১১ জুন) অবশ্য ঐচ্ছিক অনুশীলনের সুযোগ রয়েছে। টেস্টের আগের ২ দিন মিরপুর একাডেমি মাঠে পুরোদমে অনুশীলন করবে সফরকারীরা। একমাত্র টেস্ট শেষে বাংলাদেশ ছাড়বে তারা। তবে সীমিত ওভারের সিরিজের জন্য আবারও ফিরবে জুলাইয়ের শুরুতে।
আফগানিস্তান টেস্ট স্কোয়াড : হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, আফসর জাজাই, ইকরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোটাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুলরাহিমজাই, ইয়ামিন আহমেদজাই ও নিজাত মাসুদ। রিজার্ভ খেলোয়াড় : নূর আলী, জিয়া আকবর, আজমত ওমরজাই ও সাইদ শিরজাদ।
একনজরে আফগানিস্তান সিরিজের সূচি
১৪ জুন শুরু – একমাত্র টেস্ট – মিরপুর ৫ জুলাই – ১ম ওয়ানডে – চট্টগ্রাম ৮ জুলাই – ২য় ওয়ানডে – চট্টগ্রাম ১১ জুলাই – ৩য় ওয়ানডে – চট্টগ্রাম ১৪ জুলাই – ১ম টি-২০ – সিলেট ১৬ জুলাই – ২য় টি-২০ – সিলেট।