টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-৬ দেলদুয়ার-নাগরপুর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম এ আসনে নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষে বুধবার দেলদুয়ারের আতিয়া শাহানশাহ্ আদম কাশ্মীরি (রঃ) মাজার জিয়ারত করেন।
এ গণসংযোগ ও পথ সভায় সাবেক প্রতিমন্ত্রী এড. তারান হালিম সাধারণ মানুষের উদ্দেশ্য বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কথা উপস্থাপন পূর্বক দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন এবং দলীয় নেতা কর্মীদের দলীয় বিধিমালার প্রতি শ্রদ্ধা রেখে গ্রুপিং রাজনীতির আওতামুক্ত থেকে দেশ, জনগণ ও দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আমাদেরকে “আমি লীগ” নয়, বঙ্গবন্ধর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ করার পরামর্শ দেন।
উপজেলার আটিয়া ইউনিয়নের ছিলিমপুর বাজার, দেওলী ইউনিয়ন পরিষদ মিলনায়তন, ঝুনকাই খেলার মাঠ প্রাঙ্গণ, ঝুনকাই মুছা মার্কেটে গণসংযোগ ও পথ সভা করেছে সাবেক প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক, সহ- সভাপতি বজলুর রশিদ পটলু, আবু সাঈদ , বিজু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মোর্শেদ , সাংগঠনিক সম্পাদক সেন্টু, কনণ রন্ঞ্জন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (হাবিব), উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান প্রমূখ সহ সঙ্গীয় শতাধিক নেতা কর্মী।