কাউনিয়া উপজেলা প্রতিনিধি- দক্ষিণ এশিয়ার একটি দেশ বাংলাদেশ ,ভৌগোলিক অবস্থানের কারণের আমাদের তথা বাংলাদেশ থেকে উত্তরে হিমালয় পর্বত অবস্থান।যার কারনে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তপ্রতি বছর উত্তর বঙ্গে তাপমাত্রা কমে থাকে। কিন্তু এ বছর শীতের আগমন বেশ আগেই ঘটেছে কাউনিয়া সহ সারা উত্তর বঙ্গে ।বাংলাদেশের শীতপ্রবোন জেলাগুলোতে বাড়তে পারে শীতের তীব্রতা।শীতের প্রকোপ হতে পারে আগের বছরে তুলনায় বেশি।
বাড়তে পারে নিম্ন আয়ের মানুষের দূর্ভোগ
আজ শুক্রবার সকাল ৬টা কাউনিয়ার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা মনে করছেন এবছর শীতের অগ্রিম আগমনের জন্য দায়ী জলবায়ু পরিবর্তন।
জলবায়ু পরিবর্তনের ফলে অনাবৃষ্টি,অসময়ের বৃষ্টি হওয়া কারণটাকে বেশ দায়ী মনে করছেন তারা।
এবার শৈত্যপ্রবাহের তীব্রমাত্রা হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন