
জে এইচ সোহাগ, কাউনিয়া প্রতিনিধিঃ
হত্যা, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, চুরি-ছিনতাই রোধ ও সহিংসতা এড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রংপুরের কাউনিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) মনোনীতা দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, আশরাফুল ইসলাম, আনছার আলী, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও সহকারী অধ্যাপক সারওয়ার আলম মুকুল, রিপোর্টস ইউনিটির সভাপতি ও সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, কাউনিয়া প্রেসক্লাবের সম্পাদক মিজানুর রহমান মিটুল, অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজান সম্পাদক জুলহাস হোসেন সোহাগ প্রমুখ।
ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, কোন হত্যাকান্ডই কারও কাম্য নয়। মাদকসেবী ও বিক্রেতা যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ প্রশাসন সচেষ্ট রয়েছে। মাদক জুয়াসহ যে কোন সহিংসতা বন্ধে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ জানান।