কাউনিয়া রংপুর সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা এলাকায় জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে মারামারী ঘটনা ঘটেছে। এ ঘটনায় অহত দুইজনকে কাউনিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে,জমি ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব ঘটনার জেরে ঘটনার দিন ২৫/০৪/২০০৩ তারিখ সকাল অনুমান ৭.৩০ ঘটিকার সময় মোঃ আতাউর রহমার (৫১) পিতা মোঃ ইসমাইল হোসেন, জমির সিমানায় সুপারির গাছ লাগাইতে গেলে তার ভাই মোঃ বেলাল হোসেন (৫৪) পিতা মোঃ ইসমাইল হোসেন পূর্ব পরিকল্পনা মোতাবেক তাকে ও তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আতাউর রহমার সামীনের নিকট গালিগালাজ করার কারণ জানিতে চাহিলে মোঃ বেলাল হোসেন গং উত্তেজিত হইয়া বাঁশের লাঠি ও রড হাতে বসতবাড়িকে হামলা চালিয়ে মোঃ আতাউর রহমার ও তার স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে ফেলে রেখ যায় । পরে এলাকাবাসি এসে আমাদেরকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কার্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ বলেন অভিযোগ পেয়েিেছ এ এস আই জাভেদ পাটোয়ারীকে দায়িক্ত দেয়া আছে তদন্ত সাপেক্ষ ব্যাবস্থা নেয়া হবে।
একতরফা নিউজ করে হলুদ সাংবাদিকতার পরিচয় দিলেন