
কাউনিয়া( রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি এইচ ও কোভিড ১৯’র উপরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪মে) সকালে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসুচী ও ব্রাক এর আয়োজনে উপজেলার হারাগাছ বানুপাড়া ব্রাক অফিস সেমিনার কক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী,
উপজেলা যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি সংগঠক জুয়েল রানা, এম টি ল্যাব অনাথ চন্দ্র রায় প্রমুখ।
এছাড়া ওরিয়েন্টেশন সভায় পল্লী চিকিৎসক, শিক্ষক,স্বাস্থ্যকর্মী,সমাজকর্মী,সাংবাদিক,এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা উপজেলায় টিভি, ম্যালেরিয়া, এইস আই ভি, ও কোভিড ১৯ বিষয়ের লক্ষ্মণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।