
জে এইচ সোহাগ, কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া রেলগেটে সুফিয়া ফিলিং স্টেশনের কাছে কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় আজিজুল ইসলাম (৬০) নামে পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার সুফিয়া ফিলিং স্টেশনের কাছে কাঠ বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি দ্রুতগতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আজিজুল ইসলামকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। পুলিশ ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে আসে। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ্ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।