
জে এইচ সোহাগ,(কাউনিয়া রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালিকা দলে খোপাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বড়ুয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক দলে ধুমেরকুঠি দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খিদ্রা উপঞ্চকি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনাল খেলায় পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কুর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল।এতে স্বাগত বক্তব্য দেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ।
অনুষ্ঠানে সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ছয় ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে ৭টি বালক ও ৭টি বালিকা দল টুর্নামেন্টে অংশ নেয়। পরে টুর্নামেন্ট সেরা গোলদাতা, সেরা খেলোয়ার ও বালক-বালিকা দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।