জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে বাজেট ঘোষণা সভায় ইউপি চেয়ারম্যান আনছার আলী সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন- ইউপি হিসাব সহকারি মল্লিকা রানী অনলাইন প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা মোহর আলী, ইউপি সদস্য আফজাল হোসেন, শাহ আলম, মহির উদ্দিন, হাফিজার রহমান, শেফালী বেগম প্রমূখ।
বাজেট সভায় ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিকসহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় রাজস্ব ও উন্নয়ন মিলে ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ২৮০ টাকা উন্মুক্ত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব আকরাম হোসেন।
এসময় চলতি বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনা শেষে পরবর্তী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়।
এবারে বাজেটে আয় ধরা হয়েছে ৭১৮৭৬২৮০ টাকা আর ব্যয় ধরা হয়েছে ৭১৮৩২৯০০ টাকা এবং উদ্বৃত্ত্ব ধরা হয়েছে ৫৩৫২৮৫ টাকা। আগামী অর্থবছরের এ বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, পয়নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থাসহ সামাজিক উন্নয়ন গুরুত্ব পায়।
খবর সম্পর্কে মন্তব্য করুন