
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুরের কাউনিয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিদুল হকের সাথে অনলাইন প্রেসক্লাব কাউনিয়া নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। সাক্ষাৎকালে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মহিদুল হককে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- অনলাইন প্রেসক্লাব সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, সদস্য মোঃ জাকির ইসলাম মিন, মোঃ আসলাম হোসেন প্রমূখ।
কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোঃ মহিদুল হক গত পহেলা জুন যোগদান করেন। এরআগে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তারআগে পাবনার ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) হিসেবে দ্বায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাসিন্দা।