কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই গ্রæপের সংঘর্ষে নিহত সোনা মিয়ার জানাজা গত মঙ্গলবার বিকালে ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম মায়া ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানসহ শতশত মানুষ অংশ গ্রহন করে।
থানা সূত্রে জানাগেছে সোনা মিয়ার মৃত্যুর ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৫৩), কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব (৪৫), মাইদুল ইসলাম হুজুর (৫০), ইউপি সদস্য মফু সালাম (৪৮), আওয়ামী লীগ কর্মী আঃ গফফার (৪৫)। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। সোনামিয়ার জানাজা শেষে দোষি ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় এনে বিচারের দাবীতে খানসামা হাটে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। এ বিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুলতানা রাজিয়া জানান, বর্তমান পরিস্থিতি সাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন