জে এইচ সোহাগ,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ার হারাগাছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে (২৪ এপ্রিল) নিহত হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সোনা মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ আওয়ামী লীগ হারাগাছ ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বকুল তলা বাজার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ঘটনাস্থল ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠ প্রদক্ষিণ করে জামতলা বাজারে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইয়াছিন আলী বাবু, সাধারণ সম্পাদক মেনাজ উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, হারাগাছ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল গফুর,উপজেলা ছাত্র লীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী, সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, হারাগাছ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,ছাত্রলীগ সদস্য মোঃ ফরিদুল ইসলাম ফরিদ প্রমূখ।
শত শত নারী ঝাড়ু নিয়ে মিছিলে যোগ দিয়ে খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগানে মুখরিত করে তোলে।বক্তরা দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন