রংপুরের কাউনিয়া উপজেলা গত শুত্রুবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এ আর ট্রেডিং কার্যালয়ে নির্মাণ শ্রমিক সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক ঐক্যের সভাপতি এম এ হক আকরাম, বক্তব্য রাখেন নির্মান শ্রমিক ইউনিয়ন সহ-সভাপতি জাকিদ হাসান পাভেল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম জীবন, সহ- সাধারণ সম্পাদক দীনেশ রায়, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন, কার্যকরী সদস্য বাদশা মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর উপদেষ্টা আসাদুজ্জান দুর্জয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর ৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
খবর সম্পর্কে মন্তব্য করুন