কাউনিয়া উপজেলা প্রতিনিধিঃ- রংপুরের কাউনিয়া উপজেলার শহিদবাগ ইউনিয়নের বেইলিবীজ বাজারের একটি মার্কেটে শট সার্কিট থেকে আগুন লেগে
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে একটি মার্কেটের ১৩টি দোকান পুড়ে ছাই হয়। এতে প্রয়ার ১কোটি ৫০ লহ্ম টাকা হ্মতি হয়,। সেদিনের ঘটনার ফায়ার সার্ভিসের অবহেলার কারনে এত গুলো দোকান পুড়ে গেছে বলে দাবি এলাকা বাসি সহ বেইলি ব্রিজ দোকান মালিক সমিতির।
কাউনিয়া ফায়ার সার্ভিস অবহেলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেইলী ব্রিজে বেলা ১১টা মানববন্ধন আয়োজন করে বেইলি ব্রিজ দোকান মালিক সমিতি।
এতে উপস্থিত ছিলেন বেইলীব্রিজ দোকান মালিক সমিতির সকল সদস্য, মাকেটে মালিক সাইদুল ইসলাম,
এলাকা বাসি সহ পুড়ে যাওয়ার দোকানের মালিক।
বক্তারা বলেন হ্মতি গ্রস্ত খুব তারাতাড়ি সহয়তা সহ সেদিন রাতে ফায়ার সার্ভিস কে বার বার ফোন দিয়েও পাওয়া যারনি তারা ২০ মিনিট বিলম্ব করে আসে।এতে ১৩টি দোকান পুড়ে যায় যদি তারা সময় মতো আসতো তাহলে হয়তো হ্মতি কমে হতো। সেদিন রাতে মনে হয়েছে তারা অদহ্ম এই দিকটি সরকারকে বিশেষ বিবেচনা করার আহবান জানায় দাবি জানায় বক্তারা
এতোও যদি কাজ না হয়ে তাহলে সামনে বড় কমসূচি ডাক দিবে বলে জানিয়েছেন বেইলি ব্রিজ দোকান মালিক সমিতি।
খবর সম্পর্কে মন্তব্য করুন