রংপুরের কাউনিয়া উপজেলার ভগিরাথ মাছারি এলাকায় আগুনে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার সারাই ইউনিয়নের ভগিরথ মাছারি সরদার পাড়া গ্রামের মতলেব মিয়ার বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পরে খবর পেয়ে হারাগাছ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্হানীয়রা জানায় শনিবার বেলা সাড়ে ৪ টায় হঠাৎ মতলেব মিয়ার একটি ঘরে বিকট শব্দের পর আগুন লেগে যায়। দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে।
হারাগাছ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচাজ অফিসার গোলজার রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে।
খবর সম্পর্কে মন্তব্য করুন