কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জামাইয়ের বিরুদ্ধে শশুরের অভিযোগ দায়ের। উপজেলার ক‚র্শা ইউনিয়নের শ্যামপুর গ্রামের বৃদ্ধ নুর ইসলামের মেয়ে নুরবানু (৪০) সংঙ্গে একই গ্রামের মৃত্যু হযরত আলীর ছেলে মোহাম্মদ রেজাউল মিয়া(৪৫) ১৯৯৭ সালে আইন মোতাবেক বিবাহের পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকে এর মাঝে সংসার করে দুই সন্তানের জননী হন নুরবানু বেগম। গত ০৪-১০-২০২২ ইং তারিখে মঙ্গলবার সকালে স্বামীর বাড়িতে অবস্থান কালে মাদকাসক্ত স্বামী রেজাউল মিয়া পার্শ্ববর্তী রকেয়া বেগম,জবান মিয়া,রুপালি বেগম, জমিলা বেগম,নুরফা বেগম ও লাল মামুদ সকলে মিলে নুরবানু কে শারীরিক ও মানসিক নির্যাতন করে ঘর থেকে টেনেহিঁচড়ে বাহির করে নাক ও কানে থাকা স্বর্ণ অলংকার কেড়ে নেয়।
এমতাবস্থায় লোকমুখে জানতে পেরে পিতা নুল ইসলাম মেয়েকে উদ্ধার করে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে নুরবানু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে কাউনিয়া থানার উপ-পরিদর্শক এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর সম্পর্কে মন্তব্য করুন